হাফিজুর রহমান(কেশবপুর) প্রতিনিধি
আটকের এক ঘন্টার মধ্যে জামিন পেলেন যশোরের কেশবপুর উপজেলা জামায়াত ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডঃ ওজিউর রহমান। চাচাতো ভাইয়ের নামে থানায় মামলা হওয়ায় তিনি গত সোমবার থানায় প্রবেশ করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় ওই জামায়াত নেতার নাম উল্লেখ করে কেশবপুর থানার এস আই মোখলেছুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ৪। এ মামলায় গতকাল বুধবার পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেন।
জানা গেছে, কেশবপুর উপজেলা জামায়াত ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডঃ ওজিউর রহমানের চাচাতো ভাই শহিদুল গাজির নামে কেশবপুর থানায় মারামারি সংক্রান্ত বিষয়ে একটি মামলা হওয়ায় গত সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিনি থানায় প্রবেশ করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। যার ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে কেশবপুরের সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই রাতে জাময়াত নেতা ওজিউর রহমানের নাম উল্লেখ করে কেশবপুর থানার এস আই মোখলেছর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দাখিল করেন। এরপর জামায়াত নেতা ওজিউর এলাকা ছেড়ে যশোর শহরে অবস্থান করতে থাকেন। গতকাল বুধবার খবর পেয়ে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে যশোর শহরের মুজিব সড়ক থেকে তাকে আটক করেন। তাকে আদালতে সোপর্দ করলে তার আইনজীবি ওই মামলায় বিজ্ঞ আদালতে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এ ব্যাপারে জামায়াত ইসলামীর কেশবপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মুক্তার আলী অ্যাডঃ ওজিউর রহমানকে আটকের কথা অস্বীকার করে বলেন, তার নামে একটি মামলা হয়েছে। তিনি এ মামলায় জামিন নিয়েছেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত সোমবার অ্যাডঃ ওজিউর রহমান থানায় প্রবেশ করে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানসহ মামলার তদন্ত কারী দারোগা মোখলেছুর রহমানকে প্রকাশ্যে বিভিন্ন ধরনে হুমকি দেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।