সরকার, টাঙ্গাইল কালিহাতি থ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৪ আগস্ট ২০২৫ রোজ সোমবার এক জরুরী বৈঠকের আহ্বান করেন আহ্বায়ক কমিটি। সাথে থাকেন রন্ধন শালার ১০ সদস্য, ১০ সদস্যের নেতৃত্ব দেন বাদল চন্দ্র দত্ত, পরিচালনা করেন বাবু হরিমোহন পাল সদস্য সচিব আহবায়ক কমিটি, উপস্থিত ছিলেন, বাবু পরেশ চন্দ্র ধর (সাবেক সভাপতি) আহ্বায়ক নিতাই জোযাদার, কার্তিক সরকার দয়াল, নারায়ণ চন্দ্র পোদ্দার, সাংবাদিক বিপ্লব সরকার, সাংবাদিক প্রভাত দত্ত, নির্মল দাস কালা, শ্যামল চন্দ্র সাহা, গোপাল চন্দ্র সেন, সন্তোষ দাস, অখিল দত্ত, কালাচান দত্ত, প্রণয় ভৌমক,সহ অন্যান্য সদস্যবৃন্দ, জরুরী বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, বাবু পরেশ চন্দ্র ধর কে সভাপতি, বাবু হরে কৃষ্ণ পালকে সহ-সভাপতি, কার্তিক সরকার দয়ালকে সাধারণ সম্পাদক, প্রভাত দত্তকে সহ-সাধারণ সম্পাদক, গোপাল চন্দ্র সেন কে কোষাধক্ষ্য, সুরঞ্জন চন্দ্র পাল কে সহ-কোষাধ্যক্ষ, হিসেবে ঐক্য মতের ভিত্তিতে নির্বাচিত করা হয়, পরবর্তী পাঁচ কর্ম দিবসের মধ্যে সাধারণ সভা ডেকে ঐক্যমতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই কমিটি দুই বছর কার্যক্রম পরিচালনা করতে পারবে।