হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জ মাধবপুরে ২নং চৌমহনী ইউনিয়নের চেঙ্গার বাজার এলাকায় ট্রেন লাইন সংলগ্ন রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চেঙ্গার বাজার রাস্তার মুখে একটি রক্তাক্ত ছেলেকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন দ্রুত তার পাশে ছুটে যান এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
প্রাথমিকভাবে আহত যুবক জানায়, ৪-৫ জন ব্যক্তি তাকে ট্রেনে মারধর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। তবে এখনো তার পরিচয় জানা যায়নি। আহত অবস্থায় উদ্ধার করেন । আল মাসুদ লোকমান তাকে তাৎক্ষণিকভাবে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির আই সি জনাব : গোলাম মোস্তফা জানান , বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ চলছে।
এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।