মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৬৭ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তারিকুল ইসলাম সজিব (৩০) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ।
গ্রেফতারকৃত তারিকুল ইসলাম সজিব নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকনরসিং (বিলাশবাড়ীর) স্হানীয় বাসিন্দা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৫ টায় সান্তাহার হার্ভে স্কুল মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর অবস্থান জানতে পেরে কৌশলে অভিযান চালিয়ে ট্যাবলেটসহ আসামীদের গ্রেফতার করেছে পুলিশ।
সান্তাহার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (টিএসআই) বকুল হোসেন জানান, হার্ভের স্কুল মোড় এলাকায় একজন মাদক কারবারি অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ৫ টার দিকে সান্তাহারহার্ভে স্কুল মোড় এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ৬৭ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী থানায় নিয়ে আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।##