1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলে প্রতারণার মামলার পর বাদীর স্বামীকে লক্ষ্য করে মিথ্যা কাউন্টার মামলা ও অপপ্রচার: সাইবার ক্রাইমে অভিযোগ হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩ বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন দেবহাটার সখিপুর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ানুষ্টান হাদীস ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল স্বামীর নির্যাতন-হামলার অভিযোগে বগুড়া থানায় গৃহবধূর মামলা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) সাতক্ষীরায় যাত্রীবাহি বাস উল্টে ইজিবাইকের উপর পড়ে নিহত-১, আহত-৭

রত্না সিন্ডিকেট, মায়ের পর ছেলে-মেয়ের মাদক সাম্রাজ্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় ‘রত্না সিন্ডিকেট’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ মাদকচক্রের তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। সম্প্রতি এ চক্রের প্রধান মোছা. রত্নাকে মাদকসহ গ্রেপ্তার করা হলেও থেমে নেই তাদের কার্যক্রম। মায়ের অনুপস্থিতিতে এখন পুরো মাদক ব্যবসা চালাচ্ছেন তার ছেলে ও মেয়ে।

সূত্র জানায়, মোছা. রত্না (স্বামী মো. মন্তেজার রহমান মন্তা), ঠিকানা শাহানগর, চুপিনগর ইউনিয়ন, শাজাহানপুর—দীর্ঘদিন ধরে এলাকায় ‘মাদক গডমাদার’ হিসেবে পরিচিত। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে দুরুলিয়া এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। একই অভিযানে তার মেয়ে মোছা. নিপাও গ্রেপ্তার হন। তবে স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিপাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে রত্নার ছেলে মো. মেহেদী হাসান সুমন (ঠিকানা: শাহানগর) এখন প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি কিশোর-কিশোরী ও গৃহবধূদের ব্যবহার করে একটি সক্রিয় মাদক সিন্ডিকেট গড়ে তুলেছেন। এর ফলে এলাকায় নেমে এসেছে সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতা। তিনি নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, রত্না এখন জেলে, কিন্তু ছেলে-মেয়ে মিলে আগের মতোই মাদকের কারবার চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, রত্না ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে চুপিনগর বাজারসংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন, জলেশ্বরীতলায় দুটি চারতলা ভবন, উপশহরে তিনটি বাড়ি এবং প্রায় ২০০ বিঘা জমির মালিকানা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, এই চক্রের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে যুবসমাজ আরও বিপদে পড়বে। তাদের ভাষায়, “রত্না জেলে থাকলেও তার ছেলে-মেয়ে মিলে আবার সক্রিয় হয়ে উঠেছে। এখনই না থামালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট