মোঃ হাফিজ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটায় র্যাব এর আভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার হয়েছে। ০১ আগষ্ট রাতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানি এবং র্যাব-১০ এর যৌথ আভিযানে উক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ হাফিজুর রহমান। সে সাতক্ষীরার দেবহাটা থানার হাদীপুর গ্রামের মোঃ রশিদ আলী গাজীর ছেলে। সে খুলনা সদর থানার একটি মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
র্যাব-৬, সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকা হতে উক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।