মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের নিজ গ্রাম হাজরাকাটি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করা কালিন তাকে গ্রেফতার করে মণিরামপুর থানা পুলিশ হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে মনিরুজ্জামান মিল্টনের বিরুদ্ধে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, মিল্টন সরকার বিরোধী কর্মকান্ড করার অভিযোগ রয়েছে। এ কারনে তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ৫ জুলাই রাতে মণিরামপুর পৌরশহরের মিল্টনের বাসায় আন্দোলনরতরা হামলা হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করে এবং মৃত ভেবে ফেলে রেখে যায়। পরবর্তী পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সম্প্রতি তিনি কিছুটা সুস্থ হয়ে গ্রামের বাড়ীতে অবস্থান করছিলেন।