পিরোজপুর অঞ্চলের মঠবাড়িয়া শাখা অফিসের ২০২৪ কোহর্টের গ্রুপ ২ এর ষাড় পালনের সদস্য শারমিন এর স্বামী মোঃ আল আমিন গত ২৭/১২/২৪ ইং তারিখ গাছ কাটার সময় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। তার মেরুদন্ডের হার ও বাম পা ভেঙে যায়। গ্রামের দানশীল ব্যক্তি, ভিএসএস কমিটির সদস্য,আত্মীয়-স্বজন এর সহায়তায় তাকে ২৮/১২/২৪ ইং তারিখ ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি এন্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন এ ভর্তি করানো হয়। আজ ৩০/০৭/২৫ ইং তারিখ ব্র্যাক আল্ট্রা -পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম থেকে উক্ত সদস্যকে স্বামীর চিকিৎসা সহায়তার জন্য নগদ ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোহাম্মদ শফিকুল আলম, ভেটেরিনারি সার্জন ডাক্তার এ বি এম জুনায়েদ রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক হোসেন, মহিলা মেম্বার সেলিনা পারভীন, ঘটিচোরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মহিউদ্দিন আজাদ, ভি এস এস কমিটির সকল সদস্যবৃন্দ,দাবি কর্মসূচির শাখা ব্যবস্থাপক, এবং ইউপিজি প্রোগ্রামের কর্মীগণ। এ সময় ঘটিচোরা ভি এস এস কমিটির সহায়তায় ৫৪ জন সদস্যকে ১টি করে আম্রপালি গাছের বিতরণ করা হয়