মালএশিয়া প্রতিনিধি :
কুচিং, সারাওয়াক – মালয়েশিয়ার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে (LTAK) এক বিশেষ অভিবাসন অভিযানে ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। তারা সবাই একটি অবৈধ অভিবাসন সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।
জবাতান ইমিগ্রেসেন মালয়েশিয়া (JIM) সারাওয়াক-এর ইউনিট পেমান্তাওয়ান কাওয়াল ও পেঙ্গুয়াতকুাসাআন (UPKP) গতকাল (সোমবার) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই অভিযান চালায়, যখন একটি বিমানে করে তারা কুয়ালালামপুর থেকে কুচিংয়ে পৌঁছায়।
JIM সারাওয়াক এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটককৃত বাংলাদেশিদের কারো কাছেই বৈধ অভিবাসন নথিপত্র বা পূর্ব রেকর্ড ছিল না।
তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
এই অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের বিরুদ্ধে চলমান অভিযানগুলোর একটি অংশ।