মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর ভাঙ্গিপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পুলিশের এক কর্মকর্তার মারধরে সোহাগ (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবক বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সঠিক বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
আহত সোহাগ একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৩ জুলাই ২০২৫) বিকেলে সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) রেজাউল করিম খোকনের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি এলোপাতাড়ি মারধরের শিকার হন।
অভিযুক্ত রেজাউল করিম খোকন একই ইউনিয়নের মিরপুর গ্রামের খাজা মোল্লার ছেলে এবং তিনি বর্তমানে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী সোহাগ আজকের বসুন্ধরাকে বলেন,”রেজাউল করিম খোকনের বাড়ির নির্মাণকাজ চলাকালে আমার বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে কিছু অংশ ঢুকে পড়ে। এ বিষয়ে কথা বলতে গেলে তিনি আমার ওপর চড়াও হন। আমাকে হঠাৎ আক্রমণ করে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায়। সে পুলিশ সদস্য হওয়ায় নিজের ক্ষমতা দেখিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
সোহাগের পরিবারের দাবি, তিনি গুরুতর আহত হলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রেজাউল করিম খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন,“রেজাউল করিম খোকন ছুটি নিয়ে বাড়িতে গেছেন। যদি তিনি পুলিশ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার করে থাকেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান,“ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##