★প্রেরণার নাম মোঃ রহমত আলী★
✒️নুপুর রায়
নম্র মুখে দীপ্ত হাসি, চোখে যেন দীপ্তজ্যোতি, মানবতার পথে হাঁটেন, সত্য তাঁর প্রিয় গীতি।
কথায় মধুর, আচরণে শুদ্ধ, নীতি তাঁরই ঢাল,
মোঃ রহমত আলী-একজন মানুষ, সত্যিকারের ভালোবাল।
নেই বিভেদ, নেই অহংকার, সবার সাথে সমান, মনের ভিতর আছে আলো, হৃদয় জুড়ে মহান। ভবিষ্যতের পথ দেখাতে পারেন যিনি হাত ধ'রে,
তাঁর মতো মানুষ থাকুক চিরকাল, ভালোবাসার ঘরে।
চিন্তায় আছে দীপ্তি, শব্দে ঝরে কবিতার স্পর্শ, কলমে তাঁর উঠে আসে সমাজচিত্রের সর্বদর্শ।
এই সমাজে, এই সময়ে, এমন কবি কমই মেলে,
তাই তাঁর নাম আমরা বলি গর্ব নিয়ে, খোলা গলে।
২৭-৭-২০২৫