মালএশিয়া প্রতিনিধি
কুয়ালালামপুর, ২২ জুলাই:
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের গোপন অভিযানে এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচন হয়েছে। রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে জাল ভিসা ও অন্যান্য নথিপত্র তৈরির একটি চক্রকে আটক করেছে কর্তৃপক্ষ। এই চক্র পরিচালনায় জড়িত ছিলেন দুইজন বাংলাদেশি নাগরিক।
অভিযান চলাকালে তদন্তকারীরা দেখতে পান, ওই বাসভবনটি ব্যবহার করা হচ্ছিল একটি পরিপূর্ণ জালিয়াতি কারখানা হিসেবে। আধুনিক কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও অন্যান্য সরঞ্জামের সাহায্যে মাত্র দুই মিনিটের মধ্যেই তৈরি করা হচ্ছিল ভিসা, অনুমতিপত্র (পারমিট), পরিচয়পত্রসহ নানা রকমের নথিপত্র।
চমকে দেওয়ার মতো বিষয় হলো, অভিযানে উদ্ধারকৃত জাল নথিপত্রের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ভারতের পাসপোর্টও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য জাল নথিপত্র তৈরি করে আসছিল।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ও জালিয়াতি আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে চক্রটির আরও সদস্যদের শনাক্ত ও আটকের প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিদের দ্বারা পরিচালিত এমন অবৈধ কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও সুশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বড় হুমকি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে আরও কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।