মণিরামপুর (যশার) প্রতিনিধি:
মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় অংশ নিয়ে ভাল ফলাফল করায় ২৮ কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা ও উপজলা মাধ্যমিক শিক্ষা অফিস বুধবার সকাল ১০ টায় এ অনুষ্ঠানর আয়োজন করে। মণিরামপুর উপজলা জিমনসিয়াম অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
মাধ্যমিক ও উচ শিক্ষা অধিদপ্তরের পারফরমন্স বেজড গ্র্যাটস ফর সকন্ডারি ইনষ্টিটিউশনস এসইডিপি প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। বিশষ অতিথির বক্তব্য রাখন উপজলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ, মহিলা ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরাজা মাহমুদ, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু, প্রধান শিক্ষক তৌহিদ এলাহী প্রমুখ। মাধ্যমিক ও উচ মাধ্যমিক স্তরের ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় ভাল ফলাফল করায় ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ জানান, এছাড়া এসব কৃতি শিক্ষার্থীকে এসএসসি লেভেলে প্রত্যককে ১০ হাজার ও এইচএসসি (সমমান) লেভেলে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।