মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (JIM) পেরাক এবং জেনারেল অপারেশনস ফোর্সের (GOF) কর্মকর্তা ও কর্মীরা ইপোহের পারস্যারান প্যানোরামা লাপাঙ্গান পেরডানার একটি নির্মাণস্থলে অপারেশন কুটিপের সময় বিদেশীদের আটক করেছেন।
এর মধ্যে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আটক হয়েছেন।
অভিযানে ২০০ জনেরও বেশি বিদেশীকে তল্লাশি করা হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে?