1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা বিরামপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় মিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে নওগাঁয় শহীদ শ্রাবণের প্রতি শ্রদ্ধা কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে জুলাই গণ- অভ্যুথনের বিজয় র‍্যালী উদযাপিত সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী মোরেলগঞ্জে জামাতের গণমিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে অনুষ্ঠিত হলো BILS-এর ৩য় বার্ষিক Rockland Retreat and Book Fair দুই দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতির মহামিলন সাপাহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় জুলাই শহিদ ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

বাগআঁচড়ায় পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন:সভাপতি বাবু, সাধারণ সম্পাদক রাজ্জাক

শাহারুল ইসলাম রাজ
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

মোঃ শাহারুল ইসলাম রাজ
   স্টাফ রিপোর্টার

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যশোরের বাগআঁচড়া-নাভারণ এবং  বেনাপোল পরিবহন ও মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় শেষ হয় বিকাল ৪ টায়। বাগআঁচড়া হাইস্কুলে নির্বাচনী কেন্দ্র স্থাপন করে ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়।

নির্বাচনে ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২২৬ জন ভোটারের মধ্যে ১১৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতা নির্বাচিত করেছেন।

এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান বাবু , সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রাজ্জাক।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দু’জন। এরমধ্যে আজিজুর রহমান বাবু মোরগ প্রতীকে ৭৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন টুটুল ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৮১ ভোট

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দু’জন। এরমধ্যে আব্দুর রাজ্জাক আনারস ৭৬৫ প্রতীকে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শহিদুল ইসলাম রুই মাছ প্রতীকে পেয়েছেন ৩৩০ ভোট।

এই নির্বাচনে বাবু-রাজ্জাক প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা বিজয়ী হয়েছেন তারা, সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাজরুল ইসলাম ও ইউনুস আলী। যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন জাকির হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান লাল্টু। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লিটু ও মন্টু সরদার। প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন উজ্জ্বল কবির। কোষাধ্যক্ষ হয়েছেন আবুল কালাম। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শামীম হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাসার বিশ্বাস। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন জামসেদ আলী। সড়ক সম্পাদক পদে জয় পেয়েছেন আরশাদ হোসেন সন্টু। সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন তবিবর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ ও আল-আমিন।

এসময় ভোট পর্যবেক্ষণ করেন, খুলনা বিভাগীয় শ্রম দপ্তর এর সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম,শার্শা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী বিশ্বাস, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,শার্শা উপজেলা সেচ্ছাসেবক দল এর সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নিপুন,বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম,জেলা কৃষক দলের নেতা মতিয়ার রহমান মতিন,শ্রমিক নেতা মোঃ ইয়াকুব আলী, সহ আরও অন্যান্য কর্মকর্তা বৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ রবিউল হোসেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন বলেন, “নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট