আজহারুল ইসলাম সাদী: সাতক্ষীরায় জেলা নাগরিক কমিটির সভায় দ্রুত জলাবদ্ধতা নিরসন, রেললাইন বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয় স্থাপন, অর্থনৈতিক জোন স্থাপন, শহরের পূর্ব অংশে বিকল্প বাইপাস সড়ক স্থাপন, আভ্যন্তরিন সড়কের উন্নয়ন ও প্রসস্থ করণ, সুলতানপুর বড় বাজারের উন্নয়ন, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড স্থানান্তরিত করা, জন গুরুত্বপূর্ণ খুলনা-মুন্সিগঞ্জ, যশোর-সাতক্ষীরা সড়ক ছয় লেনে প্রসস্থ করণ, ভোমরা স্থলবন্দরকে আধুনিকায়ন, ক্রীড়া কমপ্লেক্স স্থাপন, বেতনা ও মরিচাপ নদীকে দ্রুত প্রবাহমান করা, পৌরসভার মধ্যে বিভিন্ন সড়কের প্রসস্থ করণ কাজ দ্রুত শেষ করা, বিশেষ করে পোস্ট অফিস মোড়-পুরাতন সাতক্ষীরা সড়কটি আগে শেষ করা, জলাবদ্ধতায় নিমজ্জিত এলাকা চিহ্নিত করে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সাথে নিয়ে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়া এবং সার্বিক সাতক্ষীরা জেলার মাষ্টার প্লান গ্রহণের দাবী সহ ২১ দাবী জানান বক্তারা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যাড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে জলাবদ্ধতা নিরসনসহ ২১ দাবীতে নাগরিক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবলু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো.আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম আজাদ, সনাকের হেনরী সরদার, স্বদেশের মাদব চন্দ্র দত্ত, নিত্যানন্দ সরকার, মো.আবুল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ, শুধাংষু সরকার, অধ্যাপক ইদ্রিস আলী, এ্যাড.আবুল কালাম, এস এম হাবিবুল হাসান সহ জেলা নাগরিক কমিটির সদস্যবৃন্দ ও জেলা সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।