মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে দুটি রেলগেট নির্মানের দাবিতে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৪ই জুলাই) ওয়াপদা পুরান বগুড়া এলাকায় সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে।
এসময় উত্তরবঙ্গের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণ এবং তাতে প্রয়োজনীয় গেটম্যান নিয়োগ দিতে হবে। তারা আর কোন সহপাঠীর এমন মৃত্যু চান না।
দাবি আদায় না হলে আগামিতে রেল অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, গত ৬ জুলাই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পশ্চিমে ওয়াপদা এলাকায় অরক্ষিত রেলগেটে মোটরসাইকেল নিয়ে পারাপারের সময় রাকিব হোসাইন মোস্তাকিম নামে এক শিক্ষার্থী নিহত হন।##