মিরু হাসান, স্টাফ রিপোর্টার
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে জেলা ছাত্রদল আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা ইসলাম মুক্তা, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সোহেলী মাহমুদ, কামরুন্নাহার শিমু, বিলকিছ মেরি প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, একটি সংগঠনের সাথে আরো কিছু রাজনৈতিক সংগঠন সারাদেশে মব সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে। সাধারণ জনগণের মাঝে বিএনপির নামে মিথ্যাচার করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। একটি অদৃশ্য শক্তি ও কুচক্রী মহল বিএনপির সুনাম নষ্ট করার জন্য দেশ ব্যাপী চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের মত জঘন্যতম কাজ করে বিএনপির উপর দায় চাপাচ্ছেন। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্রহননের দুঃসাহস প্রদর্শন করছে।
তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ গঠনে এগিয়ে আসতে হবে। চক্রান্তকারীরা বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক দেশবাসীকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করবো। দেশে সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠার গণআকাঙ্খাকার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার, অশ্লীল ¯েøাগানের মাধ্যমে আবারো ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের কণ্ঠস্বরের প্রতিধ্বনিই শোনা যাচ্ছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, শত বাধা অতিক্রম করে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেওয়াই আমাদের একমাত্র অগ্রাধিকার।
বিগত ১৭ বছরের দীর্ঘ সংগ্রামে আমাদের কষ্টার্জিত সফলতা ব্যর্থ করার সুযোগ নেই। গুটিকয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারীর অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। যে তারুণ্য ফ্যাসিবাদের পতনে আমাদের সঙ্গে অগ্রসৈনিক ছিল। তাদেরকে সাথে নিয়ে যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বিএনপি। পরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।##