1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তালা-কলারোয়া আসনের অভিভাবক হিসেবে আবারও এগিয়ে আসছেন হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় মহিলা ভুয়া পুলিশ সদস্যসহ ৬ জন গ্রেপ্তার বিরামপুরে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বিশ্ব এক নতুন মঞ্চ-অভিবাসীদের পাশে দাঁড়াতে হবে দেবহাটায় প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব (২য় পর্যায়) উদযাপনে প্রস্তুতি সভা ভাঙা স্বপ্নের ছায়া বিস্ফোরক মামলায় স্বপ্নপুরী মালিক দেলোয়ার হোসেন সহ ১০জন আটক জেলার। সদর ইউনিয়ন। বিএনপি’র কমিটি নির্বাচনের তারিখ ঘোষণাঃ

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘরভাড়া ফাঁকি দিতে ভালো বাসভবনটি জরাজীর্ণ দেখানোর অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.হুমায়ুন রশীদের বিরুদ্ধে সরকারি ৪০ শতাংশ ঘরভাড়া ফাঁকি দিতে ভালো বাসভবনটি জরাজীর্ণ দেখানোর অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় এ বাসভবনটি বসবাসের অনুপযোগী উল্লেখ করে স্বাস্থ্য কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে সেটা জরাজীর্ণ ও ঝুকিপূর্ন ঘোষনা করে প্রত্যয়ন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ হুমায়ুন রশীদ আবাসিক মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন ২০২৩ সালের ১৩ জুলাই। বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফাইয়াজ  আহমদ ফয়সাল যোগদান করেন চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। স্বাস্থ্য এবং আবাসিক অফিসারের নামে বরাদ্দ রয়েছে পাশাপাশি পৃথক দুটি বাসভবন। ইতোপূর্বে ২০২০ সালে বাসভবন দুটি মেরামতও করা হয়। বাসভবন দুটি বর্তমান ব্যবহারের উপযোগী থাকলেও অভিযোগ রয়েছে দু’জন অফিসারের মধ্যে কেউ সরকারি বাসভবন ব্যবহার করেন না। সম্প্রতি ওই বাসভবন ২টি জরাজীর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হিসেবে প্রত্যয়পত্র চেয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফাইয়াজ আহমদ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেন।
কিন্তু অভিযোগ রয়েছে সরেজমিন পরিদর্শন ছাড়াই গত ১ জুন নির্বাহী প্রকৌশলী আবাসিক মেডিকেল অফিসারের বাসভবন জরাজীর্ণ উল্লেখ করে ব্যবহারের অনুপযোগী হিসেবে প্রত্যয়নপত্র দেন। নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, দুটি ভবনের মধ্যে আবাসিক মেডিকেল অফিসারের ভবনটি মেরামতের প্রয়োজন। কিন্তু শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখাযায়, ভবনদুটির কোন সমস্যা নেই। একেবারেই চকচকে অবস্থায় রয়েছে। এখনই ব্যবহার করা যাবে। এমনটি আবাসিক মেডিকেল অফিসারের ভবনে এখনও এসি রয়েছে। এ দিকে আবাসিক মেডিকেল অফিসার ডা.হুমায়ুন রশীদ দুই বছরের উচ্চতর প্রশিক্ষনের জন্য ৮ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। হুমায়ুন রশীদ জানান, ভবন ব্যবহারের অনুপযোগী হওয়ায় বাড়িভাড়া কর্তন ছাড়াই ১৭ মাসের বকেয়া বেতনের জন্য আবেদন করা হয়েছে।
তবে তথ্যানুসন্ধানে জানাযায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন রশীদ ভালো বাসভবন জরাজীর্ণ দেখিয়ে বাড়িভাড়ার ৪০ শতাংশ টাকা ফাঁকি দিতে (প্রতিমাসে বাড়িভাড়া ১১ হাজার ২৪০ টাকা কর্তন না করে) বকেয়া ১৭ মাসের সমুদয় বেতন উত্তোলনের জন্য হিসাব রক্ষন অফিসে আবেদন করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফাইয়াজ আহমদ ফয়সাল জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আরএমওর বাসভবনটি জরাজীর্ণ ঘোষনা করায় বাড়িভাড়া কর্তন ছাড়াই বেতনের জন্য সুপারিশ করা হয়েছে। তবে উপজেলা হিসাব রক্ষণ অফিসার সেলিম রেজা জানান, বাড়িভাড়া কর্তন ছাড়া আরএমওকে বেতন দেওয়া সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট