মোঃ ফিরোজ আহমেদ তালুকদার।
মোড়েলগঞ্জ প্রতিনিধি (বাগেরহাট )।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের শ্রীনিখালী ও সোনাখালি সুইজগেট ছেড়ে দিয়ে কতিপয় অবৈধ অসাধু ও লোভী প্রকৃতির লোক রাতের অন্ধকারে জাল ফেলে মাছ ধরে। যার ফলে এলাকায় ফসলি জমিতে লবণ পানি প্রবেশ করে। ৫ থেকে ৬ টি ইউনিয়নের হাজার হাজার বিঘা ফসলি জমিতে পানি প্রবেশ করে পুরো এলাকা লবণাক্ত হয়ে পড়ে। লবণাক্তের কারণে ফসলি জমি উর্বরতা হারায়। এবং হাজার হাজার কৃষক বেকার হয়ে পড়ে। কৃষি বিমুখ হয়ে কৃষক অভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটায়। এবং পরোক্ষভাবে লবন পানি পরিবেশের উপর বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে । ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা। জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ অভাব অনটন।
তাই ভুক্তভোগী কৃষকদের জোর দাবি। এই ধরনের অসাধু লোভী প্রকৃতির লোক যাতে অবৈধভাবে রাতের অন্ধকারে সুইজগেট খুলে ফসলি জমিতে লবণ পানি প্রবেশ করাতে না পারে। এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করতে না পারে সে ব্যাপারে কর্তৃপক্ষ আশু ব্যবস্থা গ্রহণ করেন।