নিউজ ডেস্ক :
সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষে সর্বাত্মক সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ন্যাশনাল সিনেটের মিটিংএ আজ এ সিদ্ধান্ত নেয়া হয়।
দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে এবং মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, সিনেটর এম এ মুঈদ হোসেন খান আরিফ ও এ্যাডঃ মোঃ জিয়াউর রশিদ।
এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় স্বাধীনতা পরবর্তী ৫৩ বছরেও দেশে সুষ্ঠু গণতন্ত্র, সুশাসন ও ভালো নির্বাচন ব্যবস্থা পায়নি দেশবাসী। পিআর পদ্ধতি আশা করা যায় সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে এবং যোগ্য প্রার্থীরা নির্বাচিত হতে পারবে।
কাজী রেজাউল হোসেন আরো বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে কিছু সমস্যা থাকলেও বিশ্বের অনেক দেশে এটা ভালো ভাবেই চলছে। বেশি সমস্যা হলে আমরা আবার বিদ্যমান পদ্ধতিতে ফিরে আসতে পারবো। সুতরাং নতুন বাংলাদেশে নতুন এই পদ্ধতি চালু করা যায়।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, পিআর পদ্ধতিতে প্রার্থীদের জয়ের নিশ্চয়তা না থাকায় নির্বাচনে কালো টাকার ব্যবহার ও হানাহানি কমবে।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম আরও বলেন, পিআর পদ্ধতিতে সরকার ও সংসদে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং ফ্যাসিস্ট তৈরির সম্ভাবনা থাকবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা অনেক ভালো হবে।