মোঃ জামাল উদ্দীন সাতক্ষীরা থেকে
২ রা জুলাই বুধবার ২০২৫
৭৫ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন নামে ১ মাদক কারবারিকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। ওই সময় তার শরীর তল্লাশি করে দু,টো মোবাইল জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারি কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের পুত্র।
কালীগঞ্জ থানার অফিসার ইন চার্জ হাফিজুর রহমান জানান মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) বেলা ১ টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার থানার এস আই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উত্তর রঘুনাথ পুর গ্রামস্থ জনৈক শাহাদৎ মেম্বরের মৎস ঘেরের পাশে পাকা রাস্তার উপর থেকে ৭৫ পিচ ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করে।
উক্ত ঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আটকৃত মাদক কারবারিকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।।।