ডাঃ নাজমুল আহসান ( নিজস্ব প্রতিবেদক)
খুলনার পাইকগাছা উপজেলার বৃহত্তর চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজারস্থ কালিদাশপুর ( খ্রিস্টান পাড়ায়) পিতা সুশান্ত মন্ডল ও মাতা নমিতা মন্ডলের প্রানপ্রিয় মামনি শ্রাবন্তী মন্ডলের ১০তম জন্মদিন পালিত হয়েছে পহেলা জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার। আদরের একমাত্র কন্যা শ্রাবন্তী মন্ডলের জন্মদিন উপলক্ষে সুশান্ত মন্ডলের বাসাবাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন আমন্ত্রিত অতিথি, প্রতিবেশী ও শ্রাবন্তীর বন্ধু, বান্ধবী ও সহপাঠীদের এক মিলনমেলায় রুপ নেয়। আমন্ত্রিত অতিথি ও শ্রাবন্তীর সহপাঠীরা আনন্দে বিমোহিত হয়ে ( হ্যাপি বার্থডে টু শ্রাবন্তী) সম্মিলিত কন্ঠে উচ্চারিত ধ্বনি জন্মদিনের অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
জন্মদিনের কেক কেটে প্রথমে শ্রাবন্তীর মুখে তুলে দেওয়া হয়।
পর্যায়ক্রমে উপস্থিত সকলেই জন্মদিনের কেক খেতে দেওয়া হয়। শ্রাবন্তীর জন্য বিশেষ আর্শীবাদ করা হয় মহান সৃষ্টিকর্তার কাছে। সবশেষে এক প্রীতি ভোজের মধ্য দিয়ে শ্রাবন্তীর ১০তম জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।