1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিরোশিমা দিবসে – এস ইউ সি আই এর উদ্যোগে, ডোলান্ড ট্রাম্পের কুশপুতুল দাহ কলারোয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান আর নেই মাধবপুরে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা ৯০ বোতল ভারতীয় মদসহ আটক ১ পিকআপ জব্দ, মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার,পলাতক ৫ জয়পুরহাটে পোড়া লাশের পরিচয় মিলেছে, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা কেশবপুর থানার এস আইকে প্রকাশ্যে জামায়াত নেতার হুমকিআটকের এক ঘন্টার মধ্যে জামিন লাভ   পাইকগাছার পল্লীতে বাসস চেয়ারম্যানের উদ্যোগে দুই সহস্রাধিক চক্ষু রোগীর চিকিৎসা প্রদান সাতক্ষীরার মাহমুদপুরে পোলট্রি খামারে হামলা, মুরগি লুট ও ভাঙচুরের অভিযোগ পাইকগাছার পল্লীতে বাসস চেয়ারম্যানের উদ্যোগে দুই সহস্রাধিক চক্ষু রোগীর চিকিৎসা প্রদান কলারোয়ার সোনাবাড়ীয়ায় মানব কল্যাণ সংগঠন “এসএইচএস স্টুডেন্ট’স ক্লাবের আত্মপ্রকাশ

সাতক্ষীরা প্রেসক্লাব গেটে সাংবাদিকদের উপর বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের হামলা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরা প্রেসক্লাব গেটে সাংবাদিকদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলাদেশ বেতার এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম ও বাংলাভিশন টেলিভিশন ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান এর নেতৃত্বে শতাধিক সাংবাদিক সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে প্রেসক্লাবের সভা করার লক্ষ্যে প্রবেশের চেষ্টা কালে, পূর্ব পরিকল্পিত ভাবে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আবুল কাশেম ও আসাদুজ্জামান গ্ৰুপের প্রায় ৩০ সাংবাদিক আহত হয়েছেন।

আহতরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ও প্রেসক্লাবের একপক্ষের সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশের আমিনুর রহমান, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, দৈনিক অনির্বানের সোহরাব হোসেন, আসাদুজ্জামান, তৌফিকুর রহমান লিটু, সোহরাব সবুজ, রমজান আলী, রেজাউল ইসলাম বাবলু, এম ইদ্রিস আলী প্রমুখ।

আহতদের মধ্যে প্রচুর রক্তক্ষরণ হয় আমিনুর রহমান, বেলাল হোসেন ও সোহারব হোসেন এর।

এঘটনায় আহত সভাপতি আবুল কাশেম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে একটি সভার প্রস্তুতি নিচ্ছিলাম।

এবং সকলেই প্রেসক্লাব অভিমুখে রওয়ানা হই, প্রেসক্লাবের গেটের সামনে পৌঁছালেই সাংবাদিক আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন।

বাংলা ভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বলেন, “আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অগঠনতান্ত্রিক ও অবৈধ উপায়ে প্রেস ক্লাব দখল করে রেখেছেন। তাদের মতের বিরুদ্ধে গেলেই হামলা ও নির্যাতন চালানো হয়।”

হামলার বিষয়ে জানতে সাতক্ষীরা প্রেস ক্লাবের আরেকপক্ষের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর সাথে
মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।

সাংবাদিকদের ওপর ভাড়া করা বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ
(ওসি) শামিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে।

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শীরা জানান সাংবাদিকদের সমস্যা সাংবাদিকরা মোকাবেলা করবে, সুষ্ঠু সমাধানের জন্য, কিন্তু এক পক্ষের সাংবাদিকরা বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে অন্য সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাংবাদিক আসাদুজ্জামান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট