
আজহারুল ইসলাম সাদী সাতক্ষীরা
সাতক্ষীরার চেকপোস্ট এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ জুন) ভোরে অভিযান চালিয়ে ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকাল চেকপোস্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৬৯৬ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৫৫ লাখ টাকা।
এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত নারী পাচারকারীর নাম-পরিচয় জানা না গেলেও, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি।