
মিরু হাসান বাপ্পি
স্টাফ রিপোর্টার (বগুড়া)
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ি গ্রামে সুমাইয়া আক্তার (৩১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
তিনি পারতেখুর গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে এবং ডোমনপুকুরের মৃত নজমল হকের ছেলে আমিনুল ইসলাম বাপ্পির স্ত্রী।
চার মাস ধরে সুমাইয়া ওই এলাকায় ভাড়া থাকছিলেন। বাড়ি ভাড়া নেওয়ার সময় রাজু নামে এক ব্যক্তি নিজেকে তার স্বামী এবং রাকিব নামে আরেকজন ভাতিজা পরিচয় দেন। নিয়মিত তাদের ওই বাড়িতে যাতায়াত ছিল। গত সোমবার সন্ধ্যায় সুমাইয়া ও রাজুকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। বুধবার সকালে স্থানীয়রা ঘরের জানালা খুলে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার মরদেহ দেখতে পান।
সুমাইয়ার ছোট ভাই কাওসার আহমেদের অভিযোগ, রাজু ও তার সহযোগীরা সুমাইয়াকে দিয়ে মাদক ব্যবসা করাতো। এ নিয়ে বিরোধে সুমাইয়াকে মারধরও করা হয়। তিনি দাবি করেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।
এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।