
ঝিকরগাছা অফিস:
ঝিকরগাছায় তালা খুলে ঘর থেকে আড়াই লাখ টাকা নিয়ে পালিয়েছে।
যশোররের ঝিকরগাছা থানার বাঁকড়াগ্রামের মালি পাড়া য় এঘটনাটি ঘটে। জানা যায় মো নুর ইসলাম (৫৫) পিতা মৃত রইচ উদ্দিন, গত ২৮ তারিখ রাত ২ টার সময় তাহার বাসায় চোর আসে। এবং ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। তার নিজ বারির সিসি টিভি ফুটেজ দেখে তিনি নিশ্চিত করেন। তবে চোরকে এখনো ধরা যায়নি।
তিনি আরও বলেছেন ঝিকরগাছা থানায় একটি অঙ্গাতনামা জিডি করা করেছি। আমি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দ্রুত এই চোরকে সনাক্ত এবং আইনের আওতায় এনে বিচার করা হোক।