
ডাঃ মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরা জেলার তালা থানা ‘রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং” আমি পর্যবেক্ষণ করতে এসে দেখতে পেলাম, উক্ত প্রতিষ্ঠান সম্পুর্ন ভাবে জনসাধারণের অর্থে পরিচালিত।
প্রতিষ্ঠানে মোট তিনটি বিভাগে পাঠ দান হয়ে থাকে। নূরানী বিভাগ,হেফজ বিভাগ ও জামাত বিভাগ। উক্ত প্রতিষ্ঠানে লেখাপড়ার মান অনেক উন্নত।
সদকা,ফিতরা,জাকাত ও দানের অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে।
উক্ত প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা মোঃ হাবিবুর রহমান সাহেবের সাক্ষাৎকার নিয়ে জানতে পারলাম যে, উক্ত প্রতিষ্ঠানে ছাত্রের সংখ্যা মোট ১২০ জন।এর মধ্যে ৭০ জন ছাত্রের থাকা খাওয়া, চিকিৎসা সেবা, ঔষধ,জামা-কাপড়,বই পুস্তক সব কিছু উক্ত প্রতিষ্ঠান বহন করে থাকেন। এছাড়াও শিক্ষকদের বেতন ও উক্ত প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়।
মুহতামিম মাওলানা মোঃ হাবিবুর রহমান সাহেব আরও বলেন যে, এই প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক অনেক কাজ বাকি আছে,যা মাদ্রাসা ফান্ডে অর্থ না থাকায় কাজ বন্ধ আছে।তাই তিনি দেশ ও প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের দান, সদকা, যাকাত ফিতরা ও দাতা লোকদের প্রতি আহ্বান করেন আপনাদের অনুদানের অর্থ আমার এই প্রতিষ্ঠানে দান করে আমাকে সার্বিক সহযোগিতা করুন। যাতে করে আপনার পরিবারের যারা কবর বাসি হয়েছে তাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে থাকবে ইনশাআল্লাহ।
উক্ত প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা মোঃ হাবিবুর রহমান সাহেবের বিকাশ পার্সোনাল নাম্বার – ০১৭১০-০২৬৬৫৭,
এবং ব্যাংক একাউন্ট , সঞ্চয়ী হিসাব নং -১৫০৪০৩১০১৭০১৪১ বাংলাদেশ কৃষি ব্যাংক,তালা শাখা,তালা, সাতক্ষীরা।ও সঞ্চয়ী হিসাব নং – ০৫৬১১২০১১৮৬১৪, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ , চূকনগর বাজার, ডুমুরিয়া, খুলনা।